এম.এস আরমান,নোয়াখালী
গত রবিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুর হাট পৌরসভায় উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা মোকাবেলা শীর্ষক মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এটি নিয়ে সামাজিক যোগাযোগ বিভ্রান্ত না ছড়াতে অনুরোধ জানিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।
মঙ্গলবার দুপুরে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা লিখিত বিবৃতিতে জানান গত ৩ মে কোম্পানীগঞ্জ উপজেলার করোনা পরিস্থিতি নিয়ে শীর্ষক মতবিনিময় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন। এই মতবিনিময় সভা যথাযথ সরকারের নির্দেশ মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজন করা হয়। এতে উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃতৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সরকারের নির্দেশিত বিভিন্ন পদক্ষেপ অবহিত করার পাশাপাশি, ভবিষ্যতে করোনা মোকাবেলায় করণীয়, ধানকাটা মৌসুমে শ্রমিক সংকট মোকাবেলা করণীয়, ডেঙ্গু প্রতিরোধে সামাজিত দায়িত্ব এ সকল বিষয় নিয়ে আলোচনা হয়।
পরে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়। কিন্তু এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু সরকার বিরোধী চক্র বিরুপ মন্তব্য করেন, যাহা অনভিপ্রেত ও অনাকাঙ্খিত। দেশের এই ক্লান্তিলগ্নে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য বিনিত অনুরোধ জানান মেয়র আব্দুল কাদের মির্জা।