নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সরকারের অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। আজ(১৭ফেব্রুয়ারি) বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের কলাবাগান মিল্লাত চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয় আদালত সড়কে উঠতে চাইলে ভাঙ্গা ব্রীজ পুলিশের বাধার সম্মুখীন হয়। সেখানেই সমাবেশ অনুষ্ঠি হয়।
এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এমএন আবছার ও জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, মাটিরাঙা পৌরসভার বিএনপির মেয়র প্রাথী মো. শাহ জালাল কাজল, পৌর বিএনপির সভাপতি আহসান উল্লাহ মিলন, সাধারণ সম্পাদক জহির আহমের ও জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ সুমন, সাধারণ সম্পাদক জাহিদুল আলমসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী।
সমাবেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম ‘খেতাব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানিয়ে বলেন, শহীদ জিয়াউর রহমান এ দেশের মাটি ও মানুষের সাথে মিশে আছে। তার খেতাব বাতিল করে মানুষের হৃদয় থেকে জিয়ার নাম মুছে ফেলা যাবে না।