শিরোনাম

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকারীদের শাস্তির দাবিতে ইশা ছাত্র আন্দোলন খুলনার বিক্ষোভ

 

শেখ নাসির উদ্দিন, খুলনাঃ মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল ৪ টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা জেলা ও মহানগরের যৌথ ব্যবস্থাপনায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের নৃশংস হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নগরের পাওয়ার হাউজ মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা মহানগর সভাপতি মুহাঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক নাজমুস সাকিবের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ হাসান ওবায়দুল করীম।

সভায় বক্তারা বলেন, বুয়েট সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা ও হত্যাযজ্ঞ বিরাজমান, হল সন্ত্রাসীদের তান্ডবে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হচ্ছে। তাই আবরার হত্যাকারী সহ সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথি ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শূরা সদস্য শেখ আমিরুল ইসলাম ও মুহাঃ ইসহাক ফরিদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারি শেখ মোঃ নাসির উদ্দীন, ইসলামী শ্রমিক আন্দোলন নগর সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি নাজমুল হাসান, বিএল কলেজ সভাপতি আব্দুল্লাহ আল নোমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন খুলনা মহানগর সহ-সভাপতি এইচ এম খালিদ সাইফুল্লাহ, আব্দুস সালাম জায়েফ, কাজী আল আমিন, মঈনুল ইসলাম, এনামুল হাসান সাঈদ, ইব্রাহিম ইসলাম আবীর, মাহমুদ হাসান, মাহদী হাসান মুন্না, আমানুল্লাহ, আব্দুল আলীম, শফিকুল ইসলাম, ফরহাদ মোল্লা, মাহদি হাসান, মুহাঃ আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, বনি ইয়ামিন, শেখ আব্দুল্লাহ আল মামুন, রিয়াজ হাওলাদার, ওসামা আবরার, আব্দুল্লাহ সহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :