এম. এস আরমান, নোয়াখালী: নোয়াখালী বেগমগঞ্জে ছয়ানী আখতারুল উলূম ফারুকিয়া মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র মোঃ আনাচ (১৩) গত ২৩ আগস্ট’১৯ রোজ শুক্রবার থেকে নিখোজ রয়েছে। সে ছয়ানী ইউনিয়নের তৈয়বপুর গ্রামের জামাল চেয়ারম্যানের বাড়ির মাওঃ মঈনুদ্দীন এর ছোট ছেলে।
জানা যায় নিখোজ ছাত্র আনাচ (১৩) আখতারুল উলূম ফারুকিয়া মাদ্রাসার প্রধান শিক্ষকের ছোট ছেলে, এই বিষয়ে জানতে চাইলে ওলামা কণ্ঠ প্রতিনিধিকে আনাচের ভগ্নিপতি মুফতি মোহাম্মাদ উল্যাহ জসিম বলেন আনাচ গত ২৩ আগস্ট’১৯ রোজ শুক্রবার আনুমানিক বিকেল ৫ টা ৩০ মিনিটের সময় বাড়ি থেকে বের হয়ে নিখোজ হয়ে যায়। আমরা যথেষ্ট পরিমান তাকে খোজাখোজি করে ব্যর্থ হয়েছি।
তিনি বলেন আনাচের সাথে একই ক্লাশের ফয়জুল্যাহ (১২) নামের আরেক ছাত্র একই দিনে নিখোজ রয়েছে। তিনি আরো বলেন আনাচের মাদ্রাসা এবং বাড়ি কাচাকাচি হওয়ায় সে প্রায় একা বাড়ি চলে আসতো। শুক্রবার হারানোর সময় সে বাড়িতেই ছিলো, হারানোর সময় তার পরনে ছিলো লুঙ্গি ও পাঞ্জাবী।
এই বিষয়ে বেগমগঞ্জ থানায় পৃথক পৃথক দুইটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ডায়েরি নং ক) ১৯২৪ ও ডায়েরি নং খ)
২০২৬। আনাচ ও ফয়জুল্যাহ কে খুজে পেতে ওলামা কণ্ঠ প্রতিনিধির মাধ্যমে সকল গণমাধ্যম কর্মির নিকট বিশেষ সহযোগিতার অনুরোধ জানান মুফতি মোহাম্মদ উল্যাহ জসিম।