আ স ম আবু তালেব,বিশেষ প্রতিনিধি ঃ
আসন্ন লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মাঝি হতে চান লৌহজং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইলিয়াছ আহমেদ মোল্লা। গতকাল শুক্রবার বিকাল ৫ টার দিকে উপজেলার বেজগাঁও ইউনিয়নের হাটভোগদিয়া গ্রামে ইলিয়াছ আহমেদ মোল্লা তাঁর বাসভবনে এক মতবিনিময় সভায় এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি জানান, দীর্ঘদিন সততা নিয়ে আওয়ামী লীগের কর্মী হয়ে কাজ করে এসেছি। এখন আমি ইউপি নিবার্চনে আওয়ামী লীগের দলীয় মার্কা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই। সকলে আমার জন্য দোয়া করবেন। তিনি আরও বলেন, আমি দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র কিংবা বিদ্রোহী প্রার্থী হয়ে পাগলামি করবো না। দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে যাবো।
এ সময় উপস্থিত ছিলেন বেজগাও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. ইদ্রিস মোল্লা, প্রবীণ আওয়ামী লীগের নেতা সামসুল আলম তালুকদার, আজাহার হোসেন, আবদুল কাদির, ডা. আবদুল হাকিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম আহমেদ পিন্টু, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক রাসেল আলম রাজু, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম শাহীন শেখ প্রমুখ বক্তব্য রাখেন। মতবিনিময় সভা শেষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।