শিরোনাম

বেপরোয়া বাস চালক: সড়ক দূর্ঘটনায় প্রাণহাণি ঘটছেই 

 

আ.স.ম. আবু তালেবঃ

দিন দিন বেপরোয়া হয়ে ওঠেছে বাস চালকগণ। আগে যাওয়ার প্রতিযোগিতায় বাংলাদেশের সর্বত্র বাড়ছে সড়ক দূর্ঘটনা। গুরুত্বপূর্ণ স্থানে ডিজিটাল ব্যানার টাঙিয়ে, মানব বন্ধন কিংবা মিছিল করে সড়ক দূর্ঘটনার রোধ করা যাচ্ছেনা। আগে যাওয়ার প্রবণতা বাসের চালকদের মানসিক রোগে পরিণত হয়েছে।

যার ফলে, প্রাণহাণি ঘটছে অসংখ্য লোকজনের। বতর্মান সরকার সড়ক দূর্ঘটনা রোধে আইন প্রনয়ণ করার উদ্যোগ নিলেই স্বার্থবাদী শ্রমিক সংগঠনের নেতৃবৃন্ধ অরাজকতা সৃষ্টি করে ফায়দা লুটার চেষ্টা চালায়। পরিবহণ ধর্মঘট ডেকে শান্তি প্রিয় মানুষের অযথা দূর্ভোগ বাড়ায়। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়াতে জনগণ হতাশ হয়ে পড়েছে।

দীর্ঘ কয়েক মাস যাবৎ মুন্সীগঞ্জের শ্রীনগর ও লৌহজং উপজেলার মহা সড়কে বাস চালকদের আগে যাওয়ার প্রতিযোগিতায় অসংখ্য লোকের প্রাণহাণি ঘটেছে। কিছুদিন পূর্বে শ্রীনগরে স্বাধীন পরিবহণ নামক বাসের সাথে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জনের প্রাণহাণি ঘটেছে। পনের দিন পার না হতেই আগে যাওয়ার প্রতিযোগিতায় শ্রীনগরেই গাংচিল বাসের নীচে পিষ্ট হয়ে হিন্দু সম্প্রদায়ের ১ জনের করুণ মৃত্যু ঘটে।

লৌহজংয়ের মাওয়া ঘাটে চন্দ্রের বাড়ি সংলগ্ন মহা সড়কে দক্ষিণাঞ্চলের দু’টি বাস চালক আগে যাওয়ার প্রতিযোগিতায় বেপরোয়াভাবে বাস চালালে আমাদের বিশেষ প্রতিনিধির ক্যামেরায় ধরা পড়ে।

অধিকাংশ বাস মালিক প্রভাবশালী হওয়ায় এ ধরনের অনেক মৃত্যুর ঘটনা টাকার বিনিময়ে মীমাংসা হয়ে যাচ্ছে। এতে বাসের চালকগণ নির্ভয়ে আরো বেপরোয়া হয়ে ওঠছে।

এ ব্যাপারে সচেতন মহল মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন :