শিরোনাম

বৌলতলী ইউনিয়ন পরিষদের নির্বাচনী হালচাল

আ স ম আবু তালেব,বিশেষ প্রতিনিধি ঃ লৌহজংয়ে বৌলতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চান হাজী মোঃ মাহবুব হোসেন বাবু। ইতিমধ্যে তিনি বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে সামাজিক, রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন দিবসকে কেন্দ্র করে সরব রয়েছেন নির্বাচনী মাঠে। ইউপিতে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এলাকাবাসীর বিগত বছরের দাবি পূরণে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হতে চান হাজী মোঃ মাহবুব হোসেন বাবু।

আসছে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ধানের শীষ প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বৌলতলী ইউনিয়ন শাখার সহ- যুব বিষয়ক সম্পাদক হাজী মোঃ মাহবুব হোসেন বাবু কে চেয়ারম্যান হিসেবে চায় উক্ত ইউনিয়নের বাসিন্দারা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে এলাকাবাসীর মাঝে ঐক্য আরও সুদৃঢ় হচ্ছে বলে জানা গেছে। হাজী মোঃ মাহবুব হোসেন বাবুকে চেয়ারম্যান হিসেবে পেতে বিভিন্ন দিবস উপলক্ষে ব্যানার ফেস্টুন টানিয়েছেন উক্ত ইউনিয়ন বাসি।

তিনি বলেন, আসন্ন বৌলতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই । আমি নির্বাচিত হলে সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায় দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে কাজ করব। বিশেষ করে হতদরিদ্র ,বিধবা ভাতা, বয়স্ক ভাতা ,ভিজিএফ কার্ড বিতরণে স্বচ্ছতা বজায় রেখে কাজ করব। তিনি আরো বলেন তাঁর দল (বিএনপি) মনোনয়ন দিয়ে বৌলতলী ইউনিয়নের জনগণের সেবা করার সুযোগ দিবে। করোনা মহামারীতে বৌলতলী ইউনিয়নে দলের নির্দেশে আমি অত্র ইউনিয়নে যতটুকু পেরেছি ত্রাণ সামগ্রী বিতরণ করেছি।

তিনি আরও বলেন, আদর্শ সমাজ গঠনে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৌলতলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমি সকলের দোয়া ও সমর্থন প্রার্থী। আমি নির্বাচিত হলে বৌলতলী ইউনিয়নকে একটি সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

নিউজটি শেয়ার করুন :