মোঃ আরিয়ান আরিফঃ
ইসলামী যুব আন্দোলন বোরহানউদ্দিন উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বোরহানউদ্দিন হাওলাদার মার্কেটে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামি যুব আন্দোলন বোরহান উদ্দিন উপজেলা শাখার সাবেক সভাপতি মুফতী আশফাক হৌসাইন শিহাবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা ইসলামী যুব আন্দোলন সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বোরহানউদ্দিন উপজেলার সভাপতি মাওঃ একেএম ইদ্রিস,বোরহানউদ্দিন মুজাহিদ কমিটির ছদর হাফেজ মাওলানা মুহাম্মদ লোকমান ভোলা জেলা ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক মাওঃ আল-আমীন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, বোরহানউদ্দিন মুজাহিদ কমিটির সিনিয়র সহ সভাপতি ডাঃ ইয়াছিন, ইসলামি আন্দোলনের বোরহানউদ্দিন উপজেলা শাখার সম্পাদক মাওলানা নোমান।
সম্মেলনে পুর্বের কমিটি বিলুপ্তি করে ২০২১-২২ সালের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে হাফেজ মাওলানা মুহাম্মদ মোতাহার হোসেন সভাপতি, মাওলানা মুহাম্মদ শোয়াইব কে সিনিয়র সহসভাপতি, মুহাম্মদ ফয়েজ উল্যাহ কে সাধারণ সম্পাদক ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়।