শিরোনাম

ভন্ড রাজারবাগীর ফিৎনা থেকে ঈমান বাঁচানোর লক্ষ্যে চট্টগ্রাম খুলশীতে আগামীকাল মাহফিল

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরীর ঝাউতলা স্টেশন রোডে ভন্ড রাজারবাগীরা প্রশাসনের নাকের ডগায় আস্তানা গড়ে তুলে বিভিন্ন ঈমান ধ্বংসীয় অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। ভন্ড অশিক্ষিত রাজারবাগীদের ঈমান ধ্বংসীয় ভুল ফতোয়া ও অপপ্রচারে সমাজ আজ দূষিত। এই ভন্ডদেরকে রুখতে এখন সময় এসেছে।

সমস্ত অপপ্রচার রুখে দেওয়ার জন্য চট্টগ্রাম আলেম সমাজ ও তাওহীদি জনতা কর্তৃক ভন্ড রাজারবাগীর ফিৎনা থেকে ঈমান বাঁচানোর লক্ষ্যে আগামীকাল (৪ নভেম্বর ২০) মাহে রবিউল আউয়াল উপলক্ষে সিরাতুন্নবী (সা.) আলোকপাত ও মহামারী করোনাভাইরাস থেকে পরিত্রাণের শিরোনামে একটি মাহফিলের আয়োজন করা হইয়াছে।

এতে প্রধান বক্তা থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, আল্লামা আজিজুল হক আল- মাদানী, প্রতিষ্ঠাতা পরিচালক ও শাইখুল হাদিস, মাদ্রাসা চট্টগ্রাম। বিশেষ বক্তা থাকবেন: আল্লামা ড. আ ফ ম খালেদ হোসেন, সাবেক অধ্যাপক ওমরগণি এমইএস কলেজ চট্টগ্রাম ও সভাপতি জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগর। আল্লামা ইসমাইল খান, হামিউস সুন্নাহ মাদ্রাসা চট্টগ্রাম।

বিশেষ মেহমান থাকবেন: মাও. হা. মুহাম্মদ তৈয়ব, চেয়ারম্যান তা’লীমুল কুরআন কমপ্লেক্স চট্টগ্রাম। হা. মাও. মোশাররফ হোসাইন, ইমাম ও খতীব পুরাতন জামে মসজিদ- খুলশী চট্টগ্রাম।

সভাপতিত্ব করেন: আলহাজ্ব মাও. আলী উসমান, প্রতিষ্ঠাতা পরিচালক ও শাইখুল হাদিস জামিয়া কোরআনিয়া মাদ্রাসা- খুলশী চট্টগ্রাম।

ভন্ড দেওয়ানবাগীর নাম জিল্লুর রহমান, পিতার নাম মোখলেসুর রহমান, গ্রাম প্রভাকরদী, থানা আড়াইহাজার, জেলা নারায়ণগঞ্জ। বর্তমান ঠিকানা ও দরবার: আউটার সার্কুলার রোড, রাজারবাগ, ঢাকা-১২১৭, মুহম্মদিয়া জামিয়া শরীফ ও সুন্নতী জামে মসজিদ তার দরবার।

তাদের শিরকী আকীদা ও ঈমান বিধ্বংসীয় ফতুয়া: ২০০৮ সালে ১৯ এ ফেব্রুয়ারী মঙ্গলবার দৈনিক যুগান্তরে রাজারবাগী পীর জিল্লুর রহমানের ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজ নিয়ে চরম বিব্রতকর ফতুয়া প্রকাশিত হয়। তিনি বলেন কোনো মুসলমান একবার হজ করলে ১ কোটি কবিরা গুনাহ হবে (নাউজুবিল্লাহ)

✓নিজের নামের সঙ্গে আলাইহি ওয়াসাল্লাম দুরুদের শব্দটি যোগ করে হারাম কাজে লিপ্ত হয়ে নবী-রাসূলদের শানে চরমভাবে বেয়াদবী করেন। (নাউজুবিল্লাহ) আল-বাইয়্যিনাত ২০ তম সংখ্যা নভেম্বর ২০১১ পৃষ্ঠা: নং ১।

✓নিজেকে সাহেবে কুন ফায়াকুন তথা কিছু হওয়ার নির্দেশ করার সাথে সাথেই তা হয়ে যায় এমন গুণের দাবী করে মহান আল্লাহর সমকক্ষ হওয়ার ফেরাউনের মতো দৃষ্টান্ত প্রদর্শন করেন। (নাউজুবিল্লাহ) ৪ জুলাই- ২০১১ দৈনিক আল ইহসান।

✓তার একটি লোক ইসমে আজম যা সরাসরি কোরআন-সুন্নাহ বিরোধী নাউজুবিল্লাহ (দৈনিক আল ইহসান, ১লা এপ্রিল, ২০১১ পৃষ্ঠা- ৮)

✓নিজের স্ত্রীর উপাধী উম্মাহাতুল মুমিনীন এবং উম্মুল উমাম দিয়ে নবী (সা.)’র বিবিগন আম্মাজানদের সম্মানে চরমভাবে আঘাত করেন (নাউজুবিল্লাহ) ১লা এপ্রিল ২০১১ দৈনিক আল ইহসান, পৃষ্ঠা- ৮)

✓নিজেকে কাইয়ুমুজ্জামান তথা কালের নিয়ন্ত্রক দাবী করে স্পষ্ট শিরক ও কুফরীতে লিপ্ত হয়েছে। আল বাইয়্যিনাত, ৭৩ তম সংখ্যা সেপ্টেম্বর ১৯৯৯, পৃষ্ঠা- ৪৫)

প্রকাশ থাকে যে, তিনি নিয়ম তান্ত্রিক লেখাপড়া করা কোন আলেম না হলেও তার দাবী তাকে ইলমে লাদুনী দান করা হয়েছে। তিনি বাহরুল উলুম বাগানের সমুদ্র। তিনি সাধারণ কোন পীর নয় বরং গাউসুল আজম এবং আমিরুল মুমিনিন ফিত তাছাউফ অর্থাৎ তাসাউফ শাস্ত্রের সর্বোচ্চ নেতা। বড় পীর আব্দুল কাদের জিলানী (রহ.)’র চেয়েও তার মর্যাদা অনেক ঊর্ধ্বে।

তিনি কোন পীরের খেলাফত না পেলেও স্বয়ং আল্লাহ ও তাঁর রাসূল (সা.) সরাসরি তাকে খেলা প্রদান করেন। (মাসিক আল বাইয়্যিনাত, ৭৩ তম সংখ্যা, পৃষ্ঠা-৪৬ সেপ্টেম্বর ১৯৯৯) এমন ঈমান বিধ্বংসী দাবিও চিন্তাধারার মাধ্যমে সহজ-সরল মুসলিম ভাই-বোনদের ঈমান ধ্বংস করা ছাড়া আর কিছুই নয়।

তাই আসুন- ভন্ড রাজারবাগীদের ফিতনা থেকে নিজে বাঁচী ও অন্যদেরকেও বাছাই। সাথে সাথে যারা বুঝে না বুঝে তাদের অনুসারী হয়েছেন, তাদের হেদায়েতের জন্য দোয়া করি। আল্লাহ তা’আলা সকলকে হক বুঝে অনুসরণ করার এবং বাতিলকেও বুঝে বর্জন করার তাওফীক দান করুন আমীন।

প্রচারে: তাওহিদী জনতা, ঝাউতলা খুলশী, চট্টগ্রাম।

নিউজটি শেয়ার করুন :