শিরোনাম

ভারতে মুসলিম হত্যা: দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

 

নিজস্ব প্রতিবেদক: ভারতে মুসলিম হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল করেছে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ মঙ্গলবার বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পল্টন মোড় পর্যন্ত এলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের বাধা দেয় পুলিশ। ফলে সেখানেই মিছিল শেষ করতে বাধ্য হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গণমিছিলে মুসলিম জনতার ঢল

এ সময় মুসলমানদের উদ্দেশ্যে চরমোনাই পীর বলেন, আসুন আমরা সকলে একত্রিত হয়ে এর প্রতিবাদ জানাই এবং রাজপথে নামি। বাংলাদেশে কখনো কোনো হিন্দু ধর্মাবলম্বীকে নির্যাতন করা হয়নি, কখনো করাও হবে না। তাই বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই, আপনারা সংসদে বিষয়টি উত্থাপন করুন এবং সারাবিশ্বকে জানান।

এ বিষয়ে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (এডিসি) এস এম শিবলী নোমান সাংবাদিকদের জানান, মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে মিছিলটি পল্টন মোড়ে আটকে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ভারতে মুসলিম হত্যা বন্ধের দাবিতে গত ৫ জুলাই বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ১১ জুলাই গোলটেবিল বৈঠক ও ১৩ জুলাই সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন শেষে দূতাবাস অভিমুখে গণমিছিল কর্মসূচি দিয়েছিলেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন :