শহীদ উল্লাহ, কিশোরগঞ্জ: উৎসবমূখর পরিবেশে ভৈরব (কিশোরগঞ্জে) মেঘনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার (২০ই সেপ্টেম্বর) বিকাল ৩ টায় ভৈরবে মেঘনা নদীতে নির্মিত ত্রিবেনী সেতু সঙ্গমস্তলে ভৈরব নৌকা বাইচ উৎযাপন কমিটির আয়োজনে ও ভৈরব পৌরসভা তত্বাবাধে,’ভৈরব নৌকা বাইচ ২০১৯’ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা শাখার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুজ্জাম, ভৈরব উপজেলা শাখা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম সেন্টু, এলিন ফুড প্রোডাক্টস ডেপুটি ম্যানিজিং ডিরেক্টর, আব্দুল মাজেদ রনি, নদী বাংলা সেন্টার পরিচালক, মাহবুবুর রহমান মনির, ভৈরব প্লেসক্লাব সভাপতি – জাকির হোসেন কাজল, ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি-এস এম বাকি বিল্লা, সাধারণ সম্পাদক-আতিক আহমেদ সৌরভ, ভৈরব উপজেলা স্বাস্ত্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, ডা.মিজানুর রহমান কবির, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মোকলেছুর রহমান প্রমুখ,
প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নৌকা বাইচ উৎযাপন কমিটির আহ্বায়ক ও ভৈরব পৌরসভার মেয়র, অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস,সার্বিক পরিচালনা করেন কমিটির সদস্য সচিব, হাজী মোঃ সেলিম খান। রেব ১৪-ভৈরব ক্যাম্প, ভৈরব থানা, ও নৌ পলিশ সদস্যরা আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন।
এতে আশপাশের সকল জয়গা থেকে লক্ষাধিক জনতা উপস্থিত ছিলেন।