শিরোনাম

ভোলার ইলিশায় বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা কার্ড বিতরণ

ইসমাইল হোসেন, ভোলা: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যােগে দেশের প্রতিটি গ্রামের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন ধরনের ভাতা কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং দিচ্ছেন এর ধারাবাহিকতায় ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়ন এর প্রায় ২শ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা কার্ড বিতরণ করা হয়।

সোমবার দুপুরে ইলিশা ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এই এই কার্ড বিতরণ করা হয়।

ইলিশা ইউনিয়ন এর চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাসান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ, সমাজসেবা কর্মকর্তা শেখর বাবু।

এই সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোস্তফা মিয়া, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাজান বেপারী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হোসেন শহীদ সরোয়ার্দী, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি হোসেন মিয়া, ইউপি সদস্য বারেক পাটোয়ারী, লোকমান পাটোয়ারী, রহমান হাওলাদার, কামাল হোসেন রতন, মালেক মিঝি, ফখরুল মাল, শাহে আলম, সংরক্ষিত মহিলা সদস্যের স্বামী ছায়েদ আলী জমাদার, আমজাদ হোসেন বাবুল, মোঃ ফরিদপ্রমুখ।

নিউজটি শেয়ার করুন :