ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলায় গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার অভিযোগ পাওয়া গেছে, আহতরা হলেন রুহুল আমিন (৭৫) মোমতাজ বেগম (৬৫) রুমা বেগম (৩২)। বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় অমরপুর গ্রামের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নের অমরপুর গ্রামের ৩নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত শিক্ষক রুহুল আমিন মাষ্টার (৭৫) এর উপর একই এলাকার প্রতিপক্ষ আব্দুল হাসিম ও জাহাঙ্গীরের নেতৃত্বে ৭-৮ জন মিলে বর্বরোচিত হামলা করে বলে জানান তার জৈষ্ঠ পুত্র মাওলানা গোলাম মোর্শেদ।
তিনি বলেন, “বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় অমরপুর গ্রামের ৩নং ওয়ার্ডের নিজস্ব বাড়ির আঙ্গিনায় নিজ জমির গাছ কাটতে গেলে প্রতিপক্ষ আঃ হাসিম ও জাহাঙ্গীরের নেতৃত্বে ৭-৮ জন মিলে বাধা দেয় এবং আমার বৃদ্ধ বাবাকে হত্যার উদ্দেশ্যে দেশিও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় আমার মা ও বোন বাবাকে বাচাঁতে এগিয়ে গেলে তাদেরকেও এলোপাথারি মারধর করে।”
“আমি ও আমার ভাই খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন থানায় মৌখিকভাবে অবহিত করি এবং চরফ্যশন থানা পুলিশের নির্দেশনায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাই।”
এ ঘটনায় পতিপক্ষ আঃ হাসিমকে ফোন দিলে তার মুঠো ফোন বন্ধ পাওয়া যায়। চরফ্যাশন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক হাসান মাহমুদ জানান আহত রুহুল আমিনের মাথায় গুরুতর জখম হওয়ায় ৭টি সেলাই করা হয়েছে।
এ বিষয়ে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন বলেন, “আমি আহতদের চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নিবো।”