শিরোনাম

ভোলার তরুণ সমাজসেবক অভি নিরব, সড়ক দুর্ঘটনায় আহত

মোঃ আরিয়ান আরিফ।।

দ্বীপজেলা ভোলার কৃতিসন্তান, সফল ব্যবসায়ী,তরুণ সমাজসেবক, ভোলা মানব কল্যাণ যুব সংঘের কেন্দ্রীয় সম্মানিত উপদেষ্টা অভি নিরব গতকাল (৩ অক্টোবর) ঢাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে তার ঢাকার বাসায় চিকিৎসাধন অবস্থায় রয়েছেন। দুর্ঘটনায় তার পায়ের একটি হাড় ভেঙে গুরুতর জখম হয়েছেন তিনি।২/১ দিনের মধ্যে তার পায়ের অপারেশন করা লাগবে। অভি নিরব সাহেব ভোলাবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন :