শিরোনাম

ভোলার লালমোহনে বাসচাপায় স্কুলছাত্র নিহত

মোঃ আরিয়ান আরিফ, ভোলা: ভোলার লালমোহনে বাসচাপায় মো: শরীফ (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফ লালমোহন পৌরসভার গুচ্ছগ্রামের মো: কাশেম মিয়ার ছেলে এবং লালমোহন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।

লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খায়রুল কবির জানান, সকালে শরিফ বাজার থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। পথে চৌরাস্তার মোড়ে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত ঘাতক বাসটি জব্দসহ চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

এদিকে ঘটনায় প্রতিবাদে উত্তেজিত জনতা ও নিহত শরীফের সহপাঠীরা শহরে প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। পরে ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

নিউজটি শেয়ার করুন :