ইসমাইল, ভোলা: আজ (১৫সেপ্টেম্বর১৯ইং) রবিবার, ভোলা সদরের হাট খোলা জামে মসজিদ চত্বর থেকে আহলে হাদিসদের আস্তানা স্থায়ীভাবে বন্ধে ইমান আকিদা সংরক্ষণ কমিটি ভোলা জেলা কর্তৃক বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি পেশ করা হয়।
উল্লেখ্য যে, ধর্মীয় বিরোধ ও মুসলিম ঐক্য বিনষ্টকারী তথাকথিত আহলে হাদিস লা-মাজহাবিদের অপতৎপরতা ও বাপ্তা ১ নং ওয়ার্ডে তাদের আস্তানা স্থায়ীভাবে বন্ধের আয়োজন করা হয়।
আজ রবিবার বেলা ১১টার সময় সংগঠনটির নেতারা তিন দফা দাবীতে ভোলা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মুজাহিদুল ইসলাম ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের কাছে স্বারকলিপি পেশ করেন।
এ সময় নেতারা বলেন, তথাকথিত আহলে হাদিস লা-মাজহাবি একটি ধর্মীয় ঐক্য বিনষ্টকারী দল। বাপ্তার ১ নং ওয়ার্ডের নুরুল ইসলাম এর ছেলে কামরুল ইসলাম বাবুল আহলে হাদিস নামে দলটির আস্তানা খোলে সেখানে অপতৎপরতা চালাচ্ছে। আমাদের দাবি খুব তাড়াতাড়ি এ আস্তানা ভেঙে সাধারণ মানুষকে ধোকাবাজির হাত থেকে এবং ঐক্য বিনষ্টের কবল থেকে মুক্তি করুন। এবং কামরুলকে আইনের আওতায় আনুন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির দায়িত্বশীলসহ ভোলা জেলার স্বনামধন্য ওলামায়ে কেরামগণ।