শিরোনাম

ভোলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

মোঃ আরিয়ান আরিফ, ভোলাঃ

‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ প্রতিপাদ্য নিয়ে ভোলা সদর উপজেলার ইলিয়াছ মিয়া ধনিয়া বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক উৎসবের অংশ হিসেবে মাধ্যমিক পর্যায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে চিরিরবন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় ইলিয়াছ মিয়া ধনিয়া বিদ্যালয়ের আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আজ ৩০ শে জানুয়ারি বৃহস্পতিবার ইলিয়াছ মিয়া ধনিয়া বিদ্যালয়ের হলরুমে উক্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী লাভ করে পক্ষের দল।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং সভাপতি জাহাঙ্গীর আলম, প্রধানশিক্ষক হেলাল উদ্দিন ধনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশিদ হাওলাদার।

এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আকবর হোসেন শিকদার,বিথী মজুমদার বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।

নিউজটি শেয়ার করুন :