মোঃ আরিয়ান আরিফ, ভোলাঃ
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করায় মো. বায়জিদ (৩৫) নামে এক হাইস্কুল শিক্ষককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২২ মার্চ) দুপুরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী এ সাজা দেন।
জানা গেছে, দুপুরে ভোলা পৌরসভার ওয়েস্টার্নপাড়া সাগর বেকারি এলাকার কনফিডেন্স ক্রিয়েটিভ একাডেমি নামে এক কোচিং সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৫ জন শিক্ষার্থীসহ কোচিং করা অবস্থায় চর ভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. বায়জিদকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের সর্তক করে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
নিউজটি শেয়ার করুন :