আশরাফুল ইসলাম, বরিশাল জেলা প্রতিনিধি: ভোলায় হিন্দু যুবক কর্তৃক মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় বিক্ষোভকারীদের প্রতি ভোলার প্রশাসন কর্তৃক বর্বর হামলার প্রতিবাদে, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আজ রবিবার (২০ অক্টোবর’১৯) বাদ আছর নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি মুহাম্মাদ আরমান হোসেন রিয়াদ এর সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক মোহাম্মদ সালমান ফারসি এবং জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলামের পরিচালনায় বিক্ষোভ মিছিলপূর্বক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জননেতা আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশালের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব,
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজী
বিক্ষোভ মিছিলপূর্বক সমাবেশে বক্তারা বলেন ৯২ ভাগ মুসলমানের দেশে জঙ্গিবাদী সংগঠনের সদস্য (হিন্দু যুবক) কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি এদেশের ধর্মপ্রাণ মুসলমান কখনোই মেনে নেবে না এটাই স্বাভাবিক। তাই তারা এর প্রতিবাদ জানানোর জন্য বলা রাজপথে নামেন। কিন্তু সেই ধর্মপ্রাণ মুসলমানদের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের উপর পুলিশ প্রশাসন বর্বর হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে হামলাকারীদেরকে চিহ্নিত করে অতিদ্রুত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার জোর দাবি জানাই।
এ সময় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর-এর সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা কাওছারুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বরিশাল মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু আব্দুল্লাহ মাহমুদী, ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা শাখার সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ সানাউল্লাহ ও নগর সভাপতি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম সহ প্রমুখ
বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশের পরবর্তীতে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাকলির মোর, ফজলুল হক এভিনিউ ও সিটি করপোরেশনের সম্মুখ হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল চত্বরে এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।