শিরোনাম

ভোলায় প্রতিবন্ধিদের পাশে দাড়িয়েছে ভোলা নিউজ পরিবার

 

মোঃ আরিয়ান আরিফ, ভোলাঃ

করোনা ভাইরাস সারাবিশ্বে মহামারী পরিস্থিতি সৃষ্টি করেছে। দিনদিন করোনার প্রকোপে বিভিন্ন দেশ লকডাউন হয়ে যাচ্ছে। বাংলাদেশেও এই পরিস্থিতি প্রতিদিনই ভয়াবহতার দিকে ধাবিত হচ্ছে। ক্রমাগত মানুষের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। ঘরে আটকা পরা মানুষের জনজীবনে প্রতিনিয়ত অভাব অনটনের দেখা দিচ্ছে ও সাধারন মানুষের দুর্ভোগ সীমাহীন আকার ধারন করেছে। প্রতিবন্ধীদের আআর্থিক সহায়তা দিয়ে পাশে দাড়িয়েছে ভোলা সবচেয়ে জনপ্রিয় অনলাইন পত্রিকা দৈনিক ভোলা নিউজ।

দ্বীপ জেলা ভোলায় প্রায় ২২ লক্ষ মানুষের বসবাস।তারই মধ্যে প্রায় ৪০ হাজার প্রতিবন্ধী রয়েছে।গরীব,দুঃস্থ ও অসহায়রা জেলা প্রশাসনের সাহায্যে ত্রান পেলেও ৪০ হাজার প্রতিবন্ধীদের জন্য মাত্র এক লক্ষ নয় হাজার টাকা ত্রান হিসেবে দিয়েছে জেলা প্রশাসন যাহা খুবই অপ্রতুল।

হিসেব করে দেখা যায় প্রতিবন্ধীরা গড় প্রতি ২ টাকা ৭৫ পয়সা করে পাবে।সেই প্রতিবন্ধীদের কথা চিন্তা করে ভোলা নিউজের সহযোগিতায় ভোলার কৃতি সন্তান সৌদি প্রবাসী মোঃ আবুল কাশেম এই অসহায় প্রতিবন্ধীদের মাঝে জনপ্রতি ১০০০ টাকা করে আজ ভোলা জেলার সদর উপজেলার বাংলা স্কুলের মধ্যে বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে ১১ জন প্রতিবন্ধিকে ঈদ উপহার বিতরন করেন।

উক্ত স্কুলে ১২০ জন প্রতিবন্ধীকে ভোলা নিউজের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে আবুল কাশেম ভোলা নিউজকে আসস্ত করেন।তিনি ভোলা নিউজের একজন নিয়মিত পাঠক।

উক্ত আর্থিক সহযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ভোলা নিউজের সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম, বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জনাব জহিরুল ইসলাম জহির,সাংবাদিক নুরউদ্দিন আল মাসুদ, সাংবাদিক মনজু ইসলাম সহ অনেকে।

নিউজটি শেয়ার করুন :