শিরোনাম

ভোলায় মাদক সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে ইসলামী যুব আন্দোলনের মানববন্ধন 

মোঃ আরিয়ান আরিফ,ভোলাঃ

অদ্য ২৩ আগষ্ট রবিবার বেলা ১২ টায় ভোলা কে.জাহান মার্কেটের সামনে ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের উদ্যোগে মাদক সন্ত্রাস, অনিয়ম, অন্যায় ও দুর্নীতি থেকে যুব সমাজকে রক্ষার্থে মানববন্ধন করা হয়েছে।

জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা রাশেদুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা যুব আন্দোলনের সাধারন সম্পাদক মুহা: ইব্রাহীমের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সিনিয়র সহ সভাপতি মাওঃ মিজানুর রহমান।

আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক,মুফতি আব্দুল মোমিন। যুব আন্দোলনের ভোলা সদর থানার যুগ্ন সম্পাদক মামুন-উর-রশিদ, যুব আন্দোলনের থানার সহ-সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।বক্তারা তাদের বক্তব্যে বলেন, সারাদেশে মাদক সন্ত্রাস অন্যায়-অনিয়ম দুর্নীতিতে ছেয়ে গেছে। যুবসমাজ মাদকাসক্ত এবং মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। এহেন পরিস্থিতিতে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে।

তারা আরও বলেন সরকার মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে বললেও কার্যকরি কোন ব্যবস্থা নিচ্ছে না। যেখানে সরকারের ঘরের প্রায় সকল নেতারা দুর্নীতির সাথে জড়িত সেখানে সরকার দুর্নীতিবাজ খুজে ঘরের বাহিরে যা হাস্যকর।

তারা আরো বলেন ভোলাতে নদী ভাংগন রোধে সরকারের পক্ষ থেকে যে অর্থ বাজেট হয় সেটা পরিপুর্ন সেখানে ব্যবহার না করার কারনে প্রতি বছর ভেংগে ভেংগে ভোলার মানচিত্র ছোট হয়ে যাচ্ছে।

আগামি দিনের সকল বাজেট যদি যথাযথ ব্যবহার না করা হয় তাহলে ভোলার আপামর জনতাকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে ইনশা আল্লাহ।

নিউজটি শেয়ার করুন :