মোঃ আরিয়ান আরিফ,ভোলাঃ
মেঘনার জোয়ারের আঘাতে ভোলা সদর উপজেলার ইলিশায় বেড়িবাঁধ ভেঙে কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। ভোরে শেষ জোয়ারে বাঁধ ভেঙে আশপাশের কয়েকটি এলাকা প্লাবিত হয়। তবে বাঁধ ভাঙার পরপরই নদীতে ভাটায় পড়ায় লোকালয়ে পানি তেমন প্রবেশ করতে পারেনি। দুপুরের পর জোয়ারে পানিতে লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
ইলিশা ইউনিয়নের মেম্বার শাহাজল বেপারী জানান, বুধবার দুপুরের জোয়ারে ইলিশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মুরাদ ছবুল্যা গ্রামের বেড়িবাঁধটি ক্ষতিগ্রস্ত হয়। রাতে জোয়ারে আঘাতে বাঁধের অনেকটা ভেসে যায়। দ্রুত এ বাঁধ পুনঃনির্মাণ করতে না পারলে ইলিশা ইউনিয়নে পানি ঢুকে ঘরবাড়ি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে জোয়ারের আঘাতে জেলার সাত উপজেলার ২০টি স্থানে বাঁধ ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। পানি উন্নয়ন বোর্ড ঝুকিপূর্ণ এসব স্থানে বালুভর্তি জিওব্যাগ ও মাটি দিয়ে রক্ষায় কাজ করছে বলে জানা গেছে। পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী আবদুল মান্নান জানান, ঝুঁকিপূর্ণ স্থান রক্ষায় রাতভর কাজ চলছে। লোকালয়ে যেন পানি ঢুকতে না পারে সে চেষ্টা অব্যাহত আছে।