শিরোনাম

ভোলা ভেদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ভোলা প্রতিনিধি।।

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রফিক হাওলাদার এর ছেলে মামুন হাওলাদার এর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ ছাত্রী কে ধর্ষণের অভিযোগ উঠেছে। মামুন ভেদুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের রফিক হাওলাদার এর ছেলে এবং ওই ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি।

ভুক্তভোগী দ্বাদশ শ্রেণীর ছাত্রী বলেন, তিন মাস ধরে মামুনের সাথে আমার প্রেমের সম্পর্ক চলে আসছে।
মামুন দীর্ঘদিন বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে ধর্ষণ করেছে। গতকাল আমার খালার বাসায় মামুনের সাথে পুনরায় মেলামেশার পরে, আমার খালা দেখে ফেলে। এরপর আমি বিয়ের দাবীতে মামুনের বাসায় গেলে, মামুনের বোন আমাকে মারধর করে বের করে দিয়েছে।

এরপর ওই গ্রামে স্থানীয় বাহাদুর মেম্বার, মহসিন খাঁন, মহিলা মেম্বারের স্বামী হারুনসহ ফয়সালায় বসেও মামুনের পক্ষে কথা বলায় আমরা ভোলা থানায় চলে আসি।

তবে ভেলুমিয়া ফাঁড়ির ইনচার্জ মইনুল হোসেন ঘটনাস্থলে গিয়ে কোন সুরাহা না করে চলে গিয়েছেন বলে জানান ওই কলেজ ছাত্রী।

ভুক্তভোগী ছাত্রী বলেন, মামুন আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো আর এর জন্য দায়ী থাকবে মামুন।

ওই ছাত্রীর খালা নাজমা বেগম বলেন, আমি মামুন কে নিষেধ করায়, আমি সেখানে কিভাবে থাকবো সেটা দেখিয়ে দিবে বলে হুমকি দিয়েছে মামুন।
এই বিষয়ে মামুন জানান, আমি ওই মেয়ের খালার বাসায় গেছি কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি।
এই বিষয়ে শালিসে থাকা ভেলুমিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহসিন খাঁন বলেন, আমি কিছুই জানিনা।

তবে তার ভাই বাহাদুর খাঁন বলেন, শালিসে আমরা ছিলাম এবং মেয়ের বক্তব্যে মামুন দোষী কিন্তু মামুন আমাদের কথা শুনেনি। ভেলুমিয়া ফাঁড়ির ইনচার্জ মইনুল ইসলাম বলেন, আমরা মামলার জন্য সদর থানায় পাঠিয়েছি।

নিউজটি শেয়ার করুন :