শিরোনাম

ভ্রাম্যমান অভিযানে নোয়াখালী সুপার মার্কেটে জরিমানা

 

এম.এস আরমান, নোয়াখালী: গতকাল নোয়াখালী জেলা শহরের সুপার মার্কেটের পঞ্চম তলার হ্যাং আউট চাইনিজ, ফুড ফেইস্তা, বেলকোনি ও বার্বাজুল রেস্টুরেন্টকে বিভিন্ন অনিয়মের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান আজ ১লক্ষ ৪৫হাজার টাকা জরিমানা করেছেন।

এসময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী দেবানন্দ সিনহা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন সুধারাম মডেল থানা পুলিশ, নোয়াখালী।

বিভিন্ন সময়ে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে নোয়াখালী সুপার মার্কেটের ৫ম তলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

আদালত পরিচালনার সময় খাবার হোটেলগুলোর কিচেন পরীক্ষা করে দেখা যায়- খাবার পণ্যে নিষিদ্ধ টেস্টি সল্ট, ঘন লবন, অনুমোদিত নয় এমন পণ্য ব্যবহার করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে। ফ্রিজে কাঁচাবাশি পণ্য একসাথে সংরক্ষণ করা হচ্ছে। এসময় কিচেন রুমে বিভিন্ন পোকা মাকড় ও দেখা যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪৩ ও ৫৩ ধারার বিধান অনুযায়ী হ্যাং আউট চাইনজ রেস্টুরেন্টকে ৫০হাজার টাকা, ফুড ফেইস্তাকে ৪৫ হাজার টাকা, বেলকোনি রেস্টুরেন্টকে ২০হাজার টাকা, বার্বাজুল রেস্টুরেন্টকে ৩০হাজার টাকা সহ সর্বমোট ১লক্ষ ৪৫হাজার টাকা জরিমানা করাহয়।

নিউজটি শেয়ার করুন :