এম.এস আরমান,নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ঘোষিত অগণতান্ত্রিক ও গঠনতন্ত্র পরিপন্থী কমিটি ঘোষনা করায় উক্ত কমিটি বাতিলের দাবিতে গতকাল (১৩ নভেম্বর’১৯) এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ এবং আজ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়,
সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা মওদুদ আহমদ এর মনগড়া অগণতান্ত্রিক কমিটি বাতিল করে গঠনতন্ত্র অনুযায়ী জেলা কমিটির সমন্নয়ে তৃণমূলের মতামতের ভিত্তিতে কমিটি গঠনের জন্য অনুরোধ জানিয়েছেন।
নেতা কর্মিরা আরো বলেন নিয়ম হচ্ছে ওয়ার্ড কমিটি ঘোষনা করবেন ইউনিয়ন দায়ীত্বশীল, ইউনিয়ন কমিটি ঘোষনা করবেন উপজেলা দায়ীত্বশীল, উপজেলা করবেন জেলা দায়ীত্বশীল, জেলা করবেন কেন্দ্রীয় দায়ীত্বশীল, অথচ কোম্পানীগঞ্জ উপজেলা কমিটির ঘোষনা করেছেন কেন্দ্রীয় দায়ীত্বশীল এটা সম্পূর্ন গঠনতন্ত্র বহির্ভূত কাজ তাই অচিরেই এই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষনার দাবী জানান সংবাদ সম্মেলনে নেতা কর্মিরা।
বৃহস্পতিবার সকালে বসুরহাট কলেজ রোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবী জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি জিয়াউল হক জিয়া, সাবেক কমিটির সেক্রেটারি নুরুল আলম সিকদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা হুমায়ুন কবির পলাশ, আনছার উল্লাহ, কাজী একরাম, আবুল হোসেন মানিকসহ নেতৃবৃন্দ।