এম.কলিম উল্লাহ, কক্সবাজার:
উখিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত রোগী দেখছেন উপজেলার মরিচ্যা বাজার হলদিয়া রোড়ে অবস্থিত পালং ডিজিটাল মেডিকেল সেন্টারে।
প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত রোগীদের সেবা প্রদান করেন, পালং মেডিকেল সেন্টারের প্রধান পৃষ্ঠপোষক ডাঃ এহসান উল্লাহ সিকদার এমবিবিএস, সিএমইউ (আল্ট্রা), বিসিএস স্বাস্থ্য মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
প্রসূতি মায়ের সেবা প্রদান করেন, ডাঃ ফারহানা রহমান এমবিবিএস, সিএমইউ (আল্ট্রা),ফিজিও (অন-কোর্স) বিসিএস স্বাস্থ্য, এফসিপিএস (ফাইল পার্ট) মেডিকেল অফিসার, উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
শিশু রোগের চিকিৎসা প্রদান করেন, ডাঃ ইরফাত শারমিন ইভা এমবিবিএস, পিজিটি (শিশু রোগ) মেডিকেল অফিসার উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
এছাড়া নিয়মিত রোগী দেখছেন, ডাঃ এনাম উল্লাহ সিকদার, ডাঃ মোঃ মাসুদ রানা, ডাঃ রেহানা আক্তার সুমি।
পালং ডিজিটাল মেডিকেল সেন্টারের পরিচালক জনাব আবু নাসের সিকদার বলেন, উখিয়াবাসীর সুস্বাস্থ্য কামনায় আমাদের প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকগণ নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে আসছে। আমাদের প্রতিষ্ঠানে ২৪ ঘন্ঠা জরুরী চিকিৎসা ও প্যাথলজি সেবা, নেবুলাইজার, অক্সিজেন, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, খতনা, ডেলিভারি সেবা, ড্রেসিং, যেকোনো ধরনের কাটা ছেঁড়া সেলাই ও অত্যাধুনিক মেশিনের সাহায্যে কান ও নাক ফোঁড়ানো সহ সকল প্রকার ল্যাব টেস্ট করা হয়।