ওলামা ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও দারুল উলুম হাটহাজারীর সহযোগী পরিচালক আল্লামা জুনাইদ বাবুনগরী বলেছেন, “মসজিদ-মাদরাসার সম্পর্ক কুরআনের সাথে। আর কুরআনের সম্পর্ক লওহে মাহফুজের সাথে। সুতরাং মসজিদ-মাদরাসা উচ্ছেদ করার চেষ্টা করা লওহে মাহফুজ উচ্ছেদের নামান্তর। লওহে মাহফুজ উচ্ছেদ কখনো সম্ভব নয়; তাই মসজিদ-মাদরাসা উচ্ছেদেও কশ্মিনকালেও সম্ভব হবে না। মসজিদ মাদরাসায় হাত দিলে দেশে আগুন জলবে।”
তিনি বলেন, “সেগুনবাগান মাদরাসায় পড়া-লেখা করে হাজার হাজার এতিম-অসহায় শিক্ষার্থী হাফেজ-আলেম হয়ে দেশ-বিদেশে জাতির খেদমতে ও ইসলামের প্রচার-প্রসারে সুনাম ও খ্যাতির সাথে যোগ্যতার স্বাক্ষর রাখছে। যা শিক্ষার হারকে এক মাইল ফলক স্থানে নিয়ে যাচ্ছে। এর দ্বারা এক দিকে যেমন কুরআনের খেদমত হচ্ছে; অন্যদিকে দেশের শিক্ষার হারেও অসামান্য অবদান রাখছে।”
গতকাল তা’লীমুল কুরআন কমপ্লেক্সের চেয়ারম্যান আলহাজ হাফেজ মুহাম্মদ তৈয়ব-এর সভাপতিত্ব অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দারুল হিদায়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আজিজুল হক আল-মাদানী।
প্রধান অতিথি আল্লামা জুনাইদ বাবুনগরী আরো বলেন, “সেগুনবাগান মাদরাসা দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান দেশ-জাতি, ইসলাম ও মুসলিম উম্মাহর ঈমান রক্ষা এবং আদর্শ জাতি গঠনে এক অনন্য অবদান রাখছেন। পবিত্র কুরআনের এই প্রতিষ্ঠান উচ্ছেদের ষড়যন্ত্র বরদাশত করা হবে না।”
উক্ত মাহফিলে আরো বক্তব্য রাখেন, জামিয়া ইসলামিয়া পটিয়ার সহকারী পরিচালক মাওলানা আবু তাহের নদভী, দারুল উলুম হাটহাজারীর মুফতি জসীমুদ্দীন, জামিয়া দারুল মাআরিফের সহকারী পরিচালক মাওলানা ফোরকানুল্লাহ খলিল, ফিরোজশাহ মাদরাসার মহাপরিচালক মাওলানা হাফেজ তাজুল ইসলাম, নাছিরাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল জব্বার, জামেয়া বাইতুল করিমের নির্বাহী পরিচালক মাওলানা ফরিদ আহমদ আনসারী, জামেয়া ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস মাওলানা ওবায়দুল্লাহ হামজাহ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মসজিদের ইমাম মাওলানা মাযহারুল ইসলাম, খুলনার পীর মাওলানা ওমর ফারুক বিন নূূরী, পাহাড়তলী মুহাম্মদিয়া মাদরাসার পরিচালক হাফেজ কবির আহমদ, হাটহাজারী উলামা পরিষদের সেক্রেটারী ও বাথুয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা জাফর আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুফতি হুমায়ুর কবির খালভী, রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কলোনী জামে মসজিদের খতিব মাওলানা জমির উদ্দিন জিহাদী, চট্টগ্রাম তিনপুল মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া, আলকরণ মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান, ওয়ার্লেস বড় মসজিদের খতীব মাওলানা হাফেজ মোশাররফ হোসাইন, হাফেজ আব্দুল মন্নান, মাদরাসা এসোসিয়েশনের মহাসচিব মাওলানা ইউসুফ ছানুভী প্রমূখ।