শিরোনাম

মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মাটিরাঙ্গায় যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল- সমাবেশ

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হজরত মুহাম্মদ স. এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শনের
প্রতিবাদে ইসলামী যুব আন্দোলন মাটিরাঙ্গা উপজেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ (২ নভেম্বর) সোমবার জুহুরের নামাজের পর বিক্ষোভ মিছিল মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। ইসলামী যুব আন্দোলন এর উপজেলা শাখার সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামের যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ)মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন। প্রধান অতিথি বলেন,মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) মুসলিম উম্মাহর নিকট তাদের জীবনের চেয়ে কোটিগুণ প্রিয়। ফ্রান্স রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রিয় নবী (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করে মুসলিম উম্মাহ এর অন্তরে অাগুন জ্বালিয়ে দিয়েছে।অামরা এ ব্যাঙ্গচিত্র প্রদর্শনের তীব্র নিন্দা জানাই। বাংলাদেশ সরকার তাদের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি রাষ্টীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য বয়কট করার জন্য জোর দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা হারুনর রশীদ, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি ডা. মুহাম্মদ মেরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন, ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার সহ সভাপতি মুহাম্মদ আলম হোসাইন, খাগড়াছড়ি উপজেলা শাখার সভাপতি মাওলানা আলী হোসাইন কারীমি প্রমূখ।

নিউজটি শেয়ার করুন :