এম এ ইউসুফ আলী,পটুয়াখালী: পটুয়াখালীর মহিপুর থানাধীন ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রতিবেশী দুই সন্তানের জনক নুর মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।
জানা গেছে, বুধবার (৯ অক্টোবর) সকাল ৯ টার দিকে ওই কিশোরীর মা তার ছোট ভাইকে নিয়ে ডাক্তারের কাছে যায়। সে ঘরে একা থাকার সুযোগে নুর মিয়া ঘরে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এসময় কিশোরী দৌড়ে এসে ঘটনাটি স্থানীয়দের জানালে নুর মিয়াকে তারা আটক করে ধুলাসার ইউনিয়ন পরিষদে আটকে রাখে। পরে মহিপুর থানায় খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
কিশোরীর মা জানান, তিনি মেয়েকে একা রেখে ছোট ছেলেকে ডাক্তার দেখানোর জন্য বের হন। এসে শুনেন তার মেয়ের উপর নির্যাতন করা হয়েছে। তিনি এ ঘটনায় জড়িত নুর মিয়ার শাস্তির দাবি করেন।
মহিপুর থানার ওসি মোঃ সোহেল আহমেদ জানান, কিশোরীকে ধর্ষণের অভিযোগে নুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।