শিরোনাম

মহিপুরে কাঠের পুল ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন ৩ ইউনিয়নের

এম এ ইউসুফ আলী, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরের ডালবুগঞ্জ ও চরপাড়ার ভাড়ানির খালের উপর নির্মিত কাঠের পুলটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গত সোমবার বিকেলে একটি ট্রলারের ধাক্কায় পুলটি ভেঙে দুমরে মুচড়ে যায় বলে জানা গেছে।

 

এই কাঠের পুলটি দিয়ে ডালবুগঞ্জ, মিঠাগঞ্জ ও মহিপুর ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ যাতায়াত করতো। পুলটি ভেঙ্গে যাওয়ার ফলে এ পথে চলাচলকারী ৩ ইউনিয়নের মানুষের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।

 

কাঠের পুলটি সংলগ্ন রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পুল দিয়েই স্কুলে যাতায়াত করতো। স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীরা ততটা যাতায়াত না করলেও কোমলমতি শিশু, নারী ও বয়োবৃদ্ধসহ হাজারো মানুষ এখন ছোট্ট ডিঙি নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে।

স্থানীয়রা ভেঙ্গে যাওয়া কাঠের পুলটি অপসারণ করে এখানে একটি স্থায়ী গার্ডার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।

 

ডালবুগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাচ্চু বলেন, ‘গত সোমবার (৬ জুলাই) বিকেলে একটি ইঞ্জিন চালিত ট্রলারের ধাক্কায় পুলটি ভেঙে পরে যায়। এমনভাবে ভেঙেছে যে এটি পুনরায় সংস্কার করা সম্ভব নয়। এখানে স্থায়ীভাবে একটি গার্ডার ব্রিজ নির্মাণ করা খুবই প্রয়োজন। এজন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’

 

ডালবুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার বলেন, ‘পুলটি ভেঙে যাওয়ায় ডালবুগঞ্জ, মিঠাগঞ্জ ও মহিপুরের জনগণ বিপাকে পড়েছে। এখন ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হচ্ছে। এখানে অতিসত্বর একটি গার্ডার ব্রিজ নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।’

 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মাদ শহিদুল হক বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। ওখানে এলজিইডি অথবা পিআই অফিসের মাধ্যমে স্থায়ীভাবে ব্রিজের ব্যবস্থা করতে হবে।’

নিউজটি শেয়ার করুন :