শিরোনাম

মহেশখালীতে ইউনিয়ন আওয়ামীলীগের ত্যাগী নেতা জহিরুল আলমের হৃদরোগে মৃত্যু

 

এম.কলিম উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি: মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহিরুল আলম বদন আজ সকাল ১১.৩০ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

জানা যায়,কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীলীগ এর ওয়ার্ড কমিটি নিয়ে ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম ও কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সদস্য বদিউল আলমের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হলে উক্ত স্থানে জহিরুল ইসলাম বদন উভয়ের মধ্যে ঝগড়া বন্ধ করার জন্যে এগিয়ে আসেন। এক পর্যায়ে উক্ত স্থানে রাজনৈতিক টেনশনের তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানান তার মেঝ ছেলে আলাউদ্দিন। এছাড়া তিনি এর আগেও কয়েকবার স্ট্রোক করেছিলেন যা তার বড় ছেলে সালাউদ্দিন জানান।

তিনি একাধারে প্রায় ১৬ বছর যাবত কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের বিগত কমিটি সহ বর্তমান কমিটির সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন । আওয়ামীলীগ এর দুঃসময়ের নিবেদিত কর্মী ও সৎ ব্যক্তি হিসেবে কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীলীগকে সুশৃঙ্খলভাবে পরিচালনার ক্ষেত্রে তার আপ্রাণ প্রচেষ্টাসহ বিভিন্ন ভূমিকা বেশ প্রশংসিত। এরকম একজন সৎ নেতা খুজে পাওয়া দুর্লভ হবে জানান বিভিন্ন রাজনৈতিক নেতাসহ সাধারণ মানুষরা।

আগামীকাল রবিবার সকাল ১০ টায় ইউনুছ খালী নাছির উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওনার জানাযার নামায অনুষ্ঠিত হবে ।

মরহুম নেতার মৃত্যুতে পরিবার তথা পুরো মহেশখালীতে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন :