সিদ্দিক আহমদ আতিক, কক্সবাজার: মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মগড়েইল গ্রামের হায়াতুন নেছা (১৭) নামের এক কিশোরী নিখোঁজ হয়েছে।
সে মাতারবাড়ীস্থ মগড়েইল গ্রামের আজিজুল হকের মেয়ে। ২৮শে জুলাই দুপুর সাড়ে ১২টার সময় নতুন বাজারের মার্কেটে কেনা কাটা করতে গিয়ে অদ্যবদি ফিরে আসেনি। তাঁর খোজে পরিবারের লোকজন এবং আত্নীয় স্বজনরা সম্ভাব্য স্থানে বহু খোঁজা-খুঁজি করে না পেয়ে নিখোঁজ হায়াতুন নেছার চাচা আব্দু রহিম মহেশখালী থানায় একখানা নিখোঁজ ডায়রী দায়ের করেছেন।
যাহার ডায়রী নাম্বার- ৫২। তারিখ-০২/০৮/১৯ খ্রিঃ। নিখোঁজ তরুণীর বর্ণনা- গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার,শরীরের গঠন মাজারী, উচ্চতা অানুমানিক ৫ ফুট, পরনে সুতির ত্রি-পিছ ও কালো বোরকা ছিল। সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে।
নিউজটি শেয়ার করুন :