শিরোনাম

মহেশখালীতে ২ টাকার জন্য প্রাণ গেল ক্রেতার: ঘাতক আটক

 

মহেশখালি প্রতিনিধিঃ মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নে এক মুদির দোকানদারের নিকট ২ টাকা পাওনা নিয়ে পরম্পর বিরোধের জের নিয়ে সওদাগরের গ্লাস নিক্ষেপে ক্রেতা নিহত হয়েছে।

নিহত ব্যক্তি জাহাঙ্গীর অালম (২৫)সে ধলঘাটা ইউপিস্থ বেগুনবনিয়া গ্রামের আব্দুল গফ্ফারের পুত্র বলে জানাগেছে । ঘটনাটি ঘটেছে ১অাগস্ট বৃহস্পতিবার বিকাল অানুমানিক ৫ ঘটিকার সময়, ধলঘাটা ইউপিস্থ বেগুনবনিয়া গ্রামে।

জানা যায়, একই এলাকার নুরুন্নবীর পুত্র অাব্দুল গফুর এর একটি মুদির দোকান রয়েছে , সে দোকানে নিহত জাহাঙ্গীর সিগারেট ও পান খাওয়ার হিসাব নিয়ে সওদাগরের ১২টাকা দাবী অার ক্রেতার দাবী ১০টাকা, ক্রেতা বিক্রেতার ২ টাকার বিরোধ নিয়ে মুহুর্তের মধ্যে হাতা হাতি ও হট্টগুল সৃষ্টি হয় । একপর্যায়ে দোকানদার (বিক্রেতা) ক্রেতাকে পানির গ্লাস ছুড়ে মারে । গ্লাসটি ভেঙ্গে ক্রেতা জাহাঙ্গীরের পেটে লাগিয়ে রক্তক্ষরণ হলে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে ১অাগস্ট রাত সাড়ে ৮টায় মৃত্যু কোলে ঢলে পড়ে।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর এর নির্দেশে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির এস আই অানিস উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি ইউনিট ওই এলাকায় অভিযান চালিয়ে ঘাতক দোকানদার নুরুন্নবীর পুত্র অাব্দুল গফুরকে আটক করে ।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানায়, ঘাতককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে অত্র এলাকায় উত্তেজনা সৃষ্টি না করার জন্য সকলকে অাহবান জানান।

নিউজটি শেয়ার করুন :