এম.কলিম উল্লাহ, কক্সবাজার:
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ শপথ গ্রহণ করেছেন।
আজ ৯ জানুয়ারী সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে শপথ অনুষ্ঠান হয়।
নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
শপথ নেয়া চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ হলেন, -চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরী, মেম্বারদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের দিল মোহাম্মদ, ২নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আব্দুস সালাম, ৩ নম্বর ওয়ার্ডের সলিমুল্লাহ, ৪ নম্বর ওয়ার্ডের ফরিদুল আলম, ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শফিউল আলম, ৬ নম্বর ওয়ার্ডের জমিস উদ্দীন, ৭ নম্বর ওয়ার্ডের ফরিদুল আলম, ৮ নম্বর ওয়ার্ডের আনু মিয়া, ৯ নম্বর ওয়ার্ডের আমির হামজা কালু।
সংরক্ষিত নারী আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের দিলরুবা বেগম দিল, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের শাহিন সোলতানা মিনা ও ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের হাজেরা খাতুন।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর শাপলাপুর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।