এম.কলিম উল্লাহ, উখিয়া: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সর্বোচ্চ পরিষদ তথা কেন্দ্রীয় শুরা সদস্য, কক্সবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি আল্লামা শেখ মোঃ সোলায়মান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিওন)।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদরোগে আক্রান্ত হলে গত চারদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ এ প্রখ্যাত ব্যক্তিত্ব
মাওলানা শেখ সোলায়মান কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের ধাওনখালীর বাসিন্দা, পিএমখালী নূরুল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য, কক্সবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা ও কক্সবাজারের ইসলামী রাজনীতির অন্যতম পুরোধা ছিলেন।
মরহুমের নামাজে জানাজা আজ বিকাল ৫ টায় ধাওনখালী স্কুল মাঠে হাজারো ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উপস্থিতিতে মরহুমের বন্ধুবর মাওলানা আব্দুল্লাহ সাহেবের ইমামতিতে অনুষ্ঠিত হয়।
মাওলানা শেখ সোলায়মানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন আন্দোলনের কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সেক্রেটারী মাওলানা মুহাম্মদ শোয়াইবও সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদ আনোয়ার। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা আহবায়ক মাওঃ হাঃ হারুণুর রশিদ, সদস্য সচিব মাওঃ ফরিদুল আলম, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি ডাঃ মোহাম্মদ আমিন, সাধারণ সম্পাদক প্রভাষক মাওঃ আমীরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি উসমান আল হুমাম, সাধারণ সম্পাদক মাওঃ আবু বক্কর, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মদ ইসমাঈল ও সাধারণ সম্পাদক মুহাম্মদ কাউছার।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুম নেতার জন্য সবার কাছে দোয়া কামনা করার পাশাপাশি মরহুমের আত্মার মাগফিরাত ও শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।