শিরোনাম

মাটিরাঙ্গায় পিসিসিপির অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধিঃ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং হাইস্কুল মাঠে গরীব, অসহায়ও দুস্থদের মাঝে বিতরণ করেছেন। আজ (৯ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১০ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র তুলে দেন।

এই সময় উপস্থিত ছিলেন পিসিএনপির কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মোঃ আবুতাহের,পিসিসিপির কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলাকমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ রেজাউল করিম মাষ্টার, পিসিএনপির জেলা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিঃ লোকমান হোসাইন, মাও সিরাজুুল ইসলাম, অবঃ সার্জেন্ট আবদুল হালিম সহ সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ । বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি আলকাছ আল মামুন ভূঁইয়া বলেন,পিসিসিপি পাহাড়ের সকল জাতি ধর্মের মানুষের স্বার্থ রক্ষায় দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন।

দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে পার্বত্য চট্টগ্রামের সকল সমস্যা সমাধান করার জন্য দৃঢ়মনোবল নিয়ে এগিয়ে আসার জন্য সকলকে আহবান জানান। তিনি বলেন, জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদের দীর্ঘ দিন নির্বাচন হচ্ছে না। শীঘ্রই নির্বাচনের মাধ্যমে জনগনের মনোনিত জনপ্রতিনিধির নিকট ক্ষমতা দেয়ার ব্যবস্থা করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন :