শিরোনাম

মাটিরাঙ্গায় মহিলা হাফেজিয়া মাদ্রাসার উদ্বোধন

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা দারুল উলুম মহিলা হাফিজিয়া মাদ্রাসার পরিচিতি ও উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ( ৮জানুয়ারি) শুক্রবার সকালে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা হারুনুর রশিদ আজিজী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব কাজী পাড়া নিবাসী এরশাদুজ্জামান।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আখতারুজ্জামান ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে মুসলিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা দেলোয়ার হোসেন,পশ্চিম পাড়া পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ, মাওলানা রফিকুল ইসলাম,ইসলামপুর জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুল্লাহ, মাটিরাঙ্গা বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি ফুরকান উদ্দীন সোহাগসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় অতিথিগণ বলেন,বর্তমান সময়ে পুরুষের পাশাপাশি নারীরাও ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া সময়ের সবচেয়ে বড় দামী। নারীরা সুশিক্ষায় শিক্ষিত হলে তাদের সন্তানরা আদর্শবান হবে।
পরিশেষে মহিলা হাফেজিয়া মাদ্রাসার উত্তরোত্তর সফলতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন :