নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ওলামা ঐক্য পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে রাসুল( স:)এর জন্মওজীবন- বৃত্তান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।
আজ (২৯ অক্টোবর) বৃহস্পতিবার বিকেল ২ টায় মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ও জামিয়া বাবুনগরের সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুফতি মীর হোসাইন।
পরিষদের উপজেলা শাখার সভাপতি মাওলানা আখতারুজ্জামান ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন পরিষদের উপদেষ্টা মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হারুনুর রশিদ, মাওলানা আক্তার হোসেন জিহাদী, মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, মাওলানা মুফতি রবিউল ইসলাম শামীম, মাওলানা মুফতি নোমান।
সেমিনারে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সা. কে মহান আল্লাহ আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তাঁর আদর্শই শ্রেষ্ঠ আদর্শ। একমাত্র তাঁর আদর্শ অনুসরণ অনুকরণ করার মাধ্যমেই ইহকালীন ও পরকালীন জীবনের মুক্তি পাওয়া সম্ভব।