নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ও তবলছড়ি ইউনিয়নের অসহায় নারীদেরকে বোরখা, পুরুষ এবং বিভিন্ন মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে পাঞ্জাবির কাপড় বিতরণ করা হয়েছে।
আজ( ১৭ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় রেজাউল করিম ফাউন্ডেশন এর অর্থায়নে তবলছড়ি ইমাম ও ওলামা পরিষদের উদ্যোগে প্রায় ২৫০ জনের মাঝে এ কাপড় বিতরণ করা হয়।এ সময় বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবুল বাশার বড়নাল,তবলছড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলী ভূইয়া, ওমান প্রবাসী মোঃ রেজাউল করিম, বিশিষ্ট সমাজ সেবক ডা. জামাল উদ্দিন আহমেদ,সোলাইমান, মোঃ ফরিদ মেম্বার বড়নাল,আবু হানিফ সওদাগর,ইমাম ও ওলামা পরিষদের সভাপতি মাওঃ আহমাদ আব্দুল কাইয়ূমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা করোনাকালীন এই দুরবস্থায় সাহায্য পেয়ে এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।