শিরোনাম

মাতারবাড়ী সমুদ্র সৈকত থেকে ভাসমান যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : মহেশখালীর মাতারবাড়ীর পশ্চিমে সমুদ্র চর থেকে সাখাওয়াত নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। নিহত যুবক সাখাওয়াত হোসেন (২৫) পেশায় একজন জেলে। সে মাতারবাড়ী ইউনিয়নের নয়াপাড়া এলাকার শামশুল আলমের ছেলে বলে জানা গেছে। নিহত যুবকের পরিবার সূত্রে জানা যায়, সাইরার ডেইল এলাকার আবু তাহেরের পুত্র দিল মোহাম্মদ এর মালিকানাধীন ফিশিং বোটে করে গত ১৯শে জুলাই সাগরে মাছ ধরতে যায় নিহত সাখাওয়াত।

বোটের সবাই বাড়ীতে ফিরে অাসলেও সাখাওয়াত বাড়ীতে অাসেনি। গত ২৯ জুলাই রাত ১২টার সময় স্থানীয় জেলেরা সাগরে মাছ ধরতে গেলে মাতারবাড়ীর পশ্চিমে সমুদ্র সৈকত এলাকায় জেলে সাখাওয়াতের মৃতদেহ সাগরের পানিতে ভাসতে দেখে তারা কুলে এসে স্থানীয়দের খবর দেয়। খবর পেয়ে এলাকার লোকজন গিয়ে নিহত সাখাওয়াতকে চিনতে পেরে তার বাড়ীতে খবর দেয়। নিহত পরিবারের দাবী সাখাওয়াত কে পরিকল্পিত ভাবে হত্যা করে বোট থেকে সাগরে ফেলে দেয়া হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে অাঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তারা।

নিহত পরিবারের অভিযোগ বোট মালিকের ভাইয়ের সাথে সাখাওয়াতের একটি তুচ্ছ ঘটনার বিরোধ চলছিল এই বিরোধের জের ধরেই বোট মালিকের যোগসাজশে সাখাওয়াতকে হত্যা করে সাগরে ফেলে দেয় হয়। অামরা এই হত্যাকান্ডের সুষ্ট বিচারের দাবী জানাচ্ছি।

মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের এস অাই অানিছ উদ্দিন জানান, মাতারবাড়ীর পশ্চিমে চরের মধ্যে একটি লাশ পড়ে অাছে বলে খবর পেয়ে দ্রুত সঙ্গীয় পুলিশদের নিয়ে ২৯ জুলাই রাত ১টার সময় চর থেকে লাশ উদ্ধার করে নিয়ে অাসি। পরে লাশের সুরুত হাল তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তিনি কিভাবে মারা গেছেন তা ময়না তদন্তের রিপোর্ট না অাসা পর্যন্ত বলা যাবেনা বলে জানান তিনি।

এদিকে জেলা হাসপাতালে ময়না তদন্ত শেষে ৩০ জুলাই বিকালে গ্রামের বাড়ী মাতারবাড়ীতে জানাযা শেষে তাকে দাফন করা হয়। সাগরে নিহত সাখাওয়াতের মৃত্যু নিয়ে মাতারবাড়ীতে চলছে নানা প্রতিক্রিয়া। তারা এই মৃত্যু রহস্যজনক বলে জানান। মাতারবাড়ীর ইউপি চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ জানান, গত ২৯ জুলাই রাত ১০টার সময় বোট মালিক দিল মোহাম্মদ অামাকে ফোনে জানান তার বোটের সব মাঝি মাল্লা ফিরে অাসলেও সাখাওয়াত নামের একজন লোক বোট থেকে নামার সময় সাগরে পড়ে গিয়ে নিখোজ রয়েছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।

নিউজটি শেয়ার করুন :