নিজস্ব প্রতিবেদক: হালিশহর কেরাতুল কোরআন মডেল মাদরাসার একজন ছাত্র আজ সন্ধা থেকে খুজে পাওয়া যাচ্ছেনা। ছাত্র মো: আ. রাজ্জাক (১৩) হেফজ বিভাগ এবং পাশাপশি ৪র্থ শ্রেণীর ছাত্র। পিতা মোঃ আ.মান্নান খাঁন, মাতা মোছাঃ তাছলিমা বেগম।
অদ্য ৬ সেপ্টেম্বর শুক্রবার মাগরিবের পুর্বে বাসা থেকে বের হওয়ার সময় তার বড় বোন জানতে চাইলে তাকে বলে আমি মাদরাসায় যাচ্ছি।
এদিকে ছাত্রটির “মা” মাগরিব নামাজের পর তার রুম ভারার জন্য বাক্স থেকে টাকা নিতে গেলে দেখে যে টাকা রেখেছে তা থেকে ৪হাজার টাকা কম আছে। তার সন্দেহ হয় এই টাকা তার ছেলেই নিয়েছে। সাথে সাথে মাদরাসায় তার ছেলের কাছে আসে কিন্তু এসে জানতে পারে সে মাদরাসায়ও আসেনি।
ছাত্রটির পরনে ছিলো নেভি-ব্লু কালারের পাঞ্জাবি ও পায়জামা, মাথায় সাদা টুপি। এবং পাঞ্জাবিতে মাদরাসার বেইজ লাগানো আছে। আর সাথে আছে চার হাজার টাকা।
বর্তমান ঠিকানাঃ আনু বাপের চায়ের দোকান মোড়, বাশ কলোনি, হালিশহর ৩৮নং ওয়ার্ড, থানা- বন্দর, জেলা- চট্টগ্রাম।
স্থায়ী ঠিকানাঃ গ্রাম-মঠবাড়িয়া, থানা- বাউফল, জেলা-ভোলা।
বিঃদ্রঃ ছাত্রটি পালিয়ে যাওয়া জন্য যে পথ ধরে যেতে পারে তাহলো। ফ্রি পোর্ট, অলংকার, হয়ে মজুচৌধুরীর পথে যাওয়ার সম্ভাবনা বেশি। তার বাড়ি যেতে হলে এই পথ ধরেই যেতে হয়। এটাই তার পরিচিত পথ।
যোগাযোগঃ- 01734361537—01836792357—01742623650