এম.কলিম উল্লাহ,কক্সবাজার প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার পৌর শাখার উদ্যোগে তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) হোটেল অস্টার ইকো মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাওলানা জাহিদুর রহমানের। সভা সঞ্চালনা পৌরসভা সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি দেলাওয়ার হোসাইন সাকী বলেন, আজ প্রমাণিত সত্য আওয়ামীলীগ ও বিএনপি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ। ইসলামের পূর্নাঙ্গ দাওয়াত পেলে ধর্মপ্রাণ মানুষ মানবরচিত মতবাদকে প্রত্যাখ্যান করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত কোন রাজনৈতিক সংগঠন নয়। ভাষা আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনের মত দেশপ্রেমিক ঈমানদার জনতাকে একই ব্যানারে ঐক্যবদ্ধ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শোয়াইব, জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফরিদুল আলম, প্রশিক্ষণ সস্পাদক মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।
তারবিয়াতি কর্মশালা পৌরসভার কার্যনির্বাহী পরিষদের সকল দায়িত্বশীল, ওয়ার্ড দায়িত্বশীলরা তারবিয়াত গ্রহণ করেন।