শিরোনাম

মানবসেবা অব্যাহত রেখেছেন আওয়ামীলীগ নেতা ওমর ফারুক ভুঁইয়া

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ      

পৃথিবীতে দুই ধরনের মানুষ বসবাস করেন।একধরনের মানুষ আত্মকেন্দ্রিক।এরা শুধু নিজেদের নিয়েই ভাবেন। আরেক ধরনের মানুষ আছেন, তারা নিজের পরিবার পরিজনের বাহিরেও সমাজের নানা শ্রেণি -পেশার মানুষের খোঁজখবর রাখেন,সাধ্য অনুযায়ী সহায়তা করেন,এলাকার সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

এমনি একজন হলেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামীলীগ নেতা ওমর ফারুক ভুঁইয়া।ইতিমধ্যে তিনি তার নিজস্ব অর্থায়নে চরকাদিরা ইউনিয়নের ৩ ও ৫ নংওয়ার্ডের বিভিন্ন কাঁচা রাস্তায়  ইঁটের কনা দিয়ে ঐএলাকার জনগনের চলাচলে আবারও এক বিরল দৃষ্টান্ত স্হাপন করলেন।দীর্ঘদিন ধরে ঐ রাস্তাগুলোতে মানুষের চলাচল অনুপযোগী হয়ে পড়ায় ওমর ফারুক ভুঁইয়া এ উদ্যোগ গ্রহন করেন।এতে ঐ এলাকার কয়েক হাজার নারী পুরুষ শিশু ও স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলের জন্য এক সুন্দর পরিবেশ তৈরি হয়েছে।

এর আগেও এ চেয়ারম্যান প্রার্থী চরবসু এলাকার কয়েকটি কাঁচা সড়কে ইঁটের কনা ফেলে আলোচনায় আসেন।তার সমাজিক-মানবসেবামুলক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন শ্রেনী-পেশার লোকজনের নিকট ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।তার এ সাহসী উদ্যোগ কে এলাকার সর্বস্তরের মানুষ ও আওয়ামীলীগ-যুবলীগ -ছাত্রলীগ-শ্রমিকলীগের নেতাকর্মীরা স্বাগত জানিয়েছেন।নিজের ব্যক্তিগত অর্থায়নে তৃনমুলের দলিয় নেতাকর্মীদের সুখে দুঃখে পাশে থেকে  সার্বিক সহযোগীতা করে যাচ্ছেন আওয়ামীলীগের এই ত্যাগী নেতা ওমর ফারুক ভুঁইয়া।এছাড়া চরকাদিরা ইউনিয়নের বিভিন মসজিদ-মাদ্রাসা ও স্কুলের  উন্নয়নে তার সার্বিক সহযোগীতা প্রশংসনীয়। গরিব অসহায় পরিবারের শিক্ষার্থীদের ভর্তির ফি দেওয়া  সহ নানা উন্নয়নমুলক কাজে ওমর ফারুক ভুঁইয়ার সহযোগিতা অব্যাহত রয়েছে। এক কথায় বলা যায়, মানবসেবার অপর নাম ওমর ফারুক ভুঁইয়া।

যিনি চরকাদিরা ইউনিয়নের যে কোন মানুষের যেই কোন সমস্যায় সর্বপ্রথম এগিয়ে আসেন।অব্যাহত রেখেছেন তার নিজস্ব অর্থায়নে পরিচালিত নানান ধরনের উন্নয়নমুলক কাজ ও মানবসেবা।চরকাদিরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য সফিক উল্লাহ জানান তার এলাকারর একটি রাস্তায় সামান্য বৃষ্টি হলেই জনগনের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়। সরকারের দিকে তাকিয়ে থাকলে কবে এ সমস্যার সমাধান হবে তার কোন নিচ্ছয়তা নেই। তাই আওয়ামীলীগ নেতা ও চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক ভুঁইয়া তার নিজস্ব অর্থায়নে এই রাস্তায় ইঁটের কনা দিয়ে জনগনের চলাচলে একটি সুন্দর ব্যবস্হা করে দিয়েছেন।

একই অভিমত ব্যক্ত করলেন ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার প্রতিনিধি ও আওয়ামীলীগ নেতা আব্বাস উদ্দীন মাঝি। এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক ভুঁইয়া জানান মহান আল্লাহ তায়ালা আমার মাধ্যমে এলাকার মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করছি। আমার সাধ্য অনুযায়ী আমি জনগন ও এলাকার উন্নয়নে চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ। মানবসেবা করাটাও মহান আল্লাহ তায়ালার খাছ রহমত ও আমার জন্য ভাগ্যের ব্যাপার।

নিউজটি শেয়ার করুন :