শিরোনাম

মানবিক প্রত্যয়ের মানবতা দেখে সকলে যেনো একে অপরের প্রতি মানবিক হয়: ফেনীতে জেলা প্রশাসক

শহীদুল ইসলাম মামুন, ফেনী থেকে: 
ফেনীতে স্বেচ্চাসেবী সংগঠন মানবিক প্রত্যয়ের লোগো উন্মোচন, মতবিনিময় সভা ও কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মানবিক প্রত্যায়ের সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেম ফেনী জেলা প্রশাসক মো:ওয়াহিদুজজামন।
আজ শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ফেনী জেলা পরিষদের সেলিম আল-দ্বীন মিলনায়তনে মানবিক প্রত্যয়ের লগো উম্মোচন করেন ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামন । জেলা প্রশাসক  বলেন, মানবিক প্রত্যয়ের সংগঠক গণ যেনো মানবতার সেবায় আত্মনিয়োগ করে তরুণদের মনুষ্যত্ব তৈরিতে ভূমিকা রাখে। তাদের মানবতা দেখে সকলে যেনো একে পরের প্রতি মানবিক হয়।
দিকনির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, দুষ্ট লোকের মিষ্টি কথায় যাপায় পড়া যাবে না। কথায় না বড় হয়ে কাজ বড় হতে হবে। মানোবিক প্রত্যয়কে সমাজের চরিত্রহীন ছেলেদের মনুষ্যত্বের পথ দেখাতে হবে, যাতে করে কেউ মাদক আসক্ত, অসৎ সঙ্গে মিশে নিজেরও কারো ক্ষতি করতে না পারে। পারিপার্শ্বিক সকলকে সৎকর্ম বা সৎকাজ কাজে উদ্বুদ্ধ করতে হবে। এছাড়াও সরকারে উন্নয়ন মলূক কাজগুলো কে সহায়তা করার অনুরোধ জানান তিনি।
এড. কাউসার রসিশ রিয়াদ ও এম ইকবাল হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান আলোচক এলজিইডি প্রকল্প পরিচালক  ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী (মাসুদ)। এছাড়া বিশেষ অতিথি ছিলেন- মানবিক প্রত্যয়ের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সমাজ সেবা অধিদফতরের ফেনীর উপপরিচালক মো. সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন সাংবাদিক আবু তাহের ভূঞা, মাস্টার মমিনুল হক শিমুল ও মো. মীর হোসেন প্রমূখ।
মানবিক মানুষ গড়ার প্রত্যয়ে একদল মানবদরদী যুবকেরা ফেনীতে  করোনাকালের শুরু দিকে সংগঠনটির যাত্রা শুর করে। ফেনীর অসহায়, অবহেলিত, বঞ্চিত, গরীব মানুষের পাশে থাকার অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত সংগঠনটি প্রতিষ্ঠাকালীন সময় থেকেই মানবসেবার এক অনান্য নজির স্থাপন করেছে।
নিউজটি শেয়ার করুন :