শিরোনাম

মানিকছড়িতে ওলামা ঐক্য পরিষদের প্রতিবাদী মানববন্ধন

নুরুল কবির আরমান খাগড়াছড়ি প্রতিনিধি ঃঃ

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সা.এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানিকছড়িতে প্রতিবাদী মানববন্ধন পালন করেছেন খাগড়াছড়ি কওমি মাদ্রাসাও ওলামা ঐক্য পরিষদ উপজেলা শাখা।

আজ (১নভেম্বর) রবিবার সকাল ১০ টায় মানিকছড়ি আমতলী চত্বরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফেজ ফজলুল হক। প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য রাখেন পরিষদের জেলা সহ-সভাপতি মাওলানা দিদারুল আলম কাসেমী, জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ নাসির উদ্দিন, মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, উপজেলা সাধারন সম্পাদক মাওলানা ইব্রাহীম খলিল আল ফরিদী,উপজেলা সিনিয়র সহ সভাপতি মাওঃ ফরিদ উদ্দীন, মাওলানা খলিলুর রহমান প্রমূখ।

মানববন্ধনে আয়োজিত সংগঠন ছাড়াও আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা, মানিকছড়ি ব্লাড ডোনার এসোসিয়েশানসহ সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে মানবতার মুক্তির দিশারী হযরত মহানবী সা. এর ব্যঙ্গচিত্র প্রকাশ করেন অমার্জনীয় অপরাধ করেছে। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে বিশ্বের ২০০ কোটি মুসলমান ক্ষোভ প্রকাশ করছে। মুসলমানরা মহানবীকে তাদের জীবনের চেয়েও বেশি ভালবাসে। প্রয়োজনে জীবন দিবো তারপরও নবীর অবমাননা সহ্য করা হবে না। বক্তাগণ মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হিসেবে সরকারি ভাবে এর প্রতিবাদ জানানোর আহ্বানএবং ফ্রান্সের সকল পণ্য আমদানি বন্ধ করার জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন :