শিরোনাম

মান্তা শিশুরা জলে ভেসেই শিখবে

 

এম এ ইউসুফ আলী, পটুয়াখালী:

অন্যরকম একটি স্কুল। পানিতে ভাসমান। দেখতে অনেকটা একতলা লঞ্চের মতো। ইঞ্জিনচালিত ভাসমান স্কুলের ভেতরে রয়েছে সুসজ্জিত শ্রেণীকক্ষ ও বিনোদনের জন্য টিভি। ছাদে রয়েছে খেলাধুলার নানা সরঞ্জাম। সার্বক্ষণিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা। আছে বিশুদ্ধ পানি সরবরাহ। এটি স্থলভূমির অন্যসব স্কুলের চাইতেও ব্যতিক্রম।

এই আয়োজন শুধু শিক্ষাবঞ্চিত জলেভেসে চলা মান্তা সম্প্রদায়ের শিশুদের জন্য। তাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ স্লুইজের খালে ভাসমান এই স্কুলের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

এ স্কুলের নামকরণ করা হয় ‘শিশু বাগান প্রাক-প্রাথমিক বোট স্কুল’ নামে।

গত শুক্রবার থেকে স্কুলটিতে আনুষ্ঠানিক পাঠদান শুরু হয়। শনিবার সরেজমিন দেখা গেছে, দুইদিন আগেও মান্তা শিশুরা স্কুলের চৌকাঠ পার হওয়ার স্বপ্ন দেখেনি। ৬-৮ বছর বয়স হলেই ওদের বৈঠা বাওয়া, আর মাছ ধরার শিক্ষা নিয়ে হাতেখড়ি হয়।

নিউজটি শেয়ার করুন :