শিরোনাম

মামুনুল হকের লাইভ নিয়ে ফেইসবুকে বিতর্কে জড়ালে কঠোর ব্যাবস্থা: মাও. হিলাল আহমদ

 

গিয়াস উদ্দিন সিলেট জেলা প্রতিনিধিঃ

সিলেটের জৈন্তাপুর উপজেলার মাদরাসাতুল উলুম দারুল হাদিস হরিপুর বাজার মাদরাসার মুহতামিম শায়খ মাওলানা হিলাল আহমদ (১ পহেলা এপ্রিল ২০ইং) বুধবার মাদরাসার অাম বয়ানে বলেন, প্রতিষ্ঠানের কোন ছাত্ররা ফেইসবুকে বিতর্কে জড়িত হবে না। কারো পক্ষে বিপক্ষে লিখে নিজেকে কলঙ্কিত ও মাদরাসাকেও কলঙ্কিত করবেনা।

তিনি বলেন, শিক্ষা দীক্ষায় দেশে বিদেশে অামাদের প্রতিষ্ঠানের অনেক সুনাম রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের ছাত্ররা এখানে লেখাপড়া করে। লেখা-পড়ার পাশাপাশি ইসলামি জীবন গড়ার ব্যাপারেও বেশ গুরুত্ব দিয়ে থাকেন মাদরাসার কর্তৃপক্ষ। ছাত্রদের জন্য ওপেনভাবে ইন্টারনেট ব্যবহার করা সম্পূর্ন নিষেধ।

মামুনুল হক সাহেবের বিষয়টা বড়রা দেখবেন। বড়রা তাঁর বিষয়ে যা বলবেন তা মেনে নেয়া ছাত্রদের জন্য আবশ্যক। মামুনুল হক সাহেবকে নিয়ে পক্ষে বিপক্ষের পোষ্টগুলী ডিলিট করার অনুরোধ করা হল। যারা এখনও লেখাপড়া শেষ করেনী, ছাত্র জীবন অতিক্রম করছে তারাও মাওলানা মামুনুল হকের বিপক্ষে ফেইসবুকে লেখালেখি করে। এটা কেমন সিষ্টাচার! অাল্লাহ যেন সকলকে সঠিকটা বোঝার তাওফিক দানন করেন, অামিন।

তিনি ছাত্রদের উদ্দেশ্য করে অারো ববলেন, শোনা যাচ্ছে মাওলানা মামুনুল হকের সাঈদীর মুক্তির দাবি নিয়ে অনেকেই ফেইসবুকে পক্ষে বিপক্ষে তর্কে জড়িত হয়েছে। যদি উপযুক্ত কোন প্রমান পাওয়া যায়। তাহলে তাকে মাদরাসা থেকে বহিষ্কার করা হবে। তাতে কোন সুপারিশ গ্রহণ যোগ্য হবে না।

প্রসঙ্গ: মাওলানা মামুনুল হক লাইভে এসে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি দাবি করেন। এতে ফেইসবুকে তাঁর পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনার ঝড় ভয়ে যায়।

নিউজটি শেয়ার করুন :