এম এ আবির, মালয়েশিয়া:
কোভিড -১৯ আক্রান্ত ৩ হাজার ছাড়িয়েছে মালয়েশিয়া। আজ করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৫ জন, মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫০ জন, আজকে নতুন করে আক্রান্ত রোগী ২০৮ জন, সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩১১৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬৭ জন। চিকিৎসাধীন অবস্থায় আছে ২২৯৯ জন,সিরিয়াস কন্ডিশনে আছে ১০৫ জন। দেশটি লকডাউন ঘোষণার সাথে সাথে সেনাবাহিনীর, পুলিশ, রেলা সহ ৬৭ হাজার সৈন্য মোতায়েন করেছে মালয়েশিয়া সরকার ।
করোনা ভাইরাস সংক্রামন রোধে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করছে মালয়েশিয়া। নিজ এরিয়া থেকে ১০ কিলোমিটার পযন্ত যেতে পারবে খাবার কিনতে বা সংগ্রহ করতে। দূরত্ব এর বেশি হলে ইউটানে ফিরিয়ে দিচ্ছে গাড়ি। আইন না মানলে সাথে সাথে জেল ও জরিমানা। ফার্মেসি ও ওয়ানস্টপ শপিং মল এবং দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় কিছু প্রতিষ্ঠান নির্দিষ্ট সময় খোলা রেখে বাকি সকল ব্যাবসায়ী প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার মহিউদ্দিন ইয়াছিন। জনমানবহীন মালয়েশিয়ার রাস্তা ঘাট। মালয়েশিয়া আইন শৃঙ্খলা কঠিন থেকে কঠিনতম হচ্ছে।
করোনা ভাইরাস রোধে ওয়ানস্টপ শপিং মলে ও আনছে সতর্কতা। নিয়ম মেনে ১-২ মিটার দূরত্ব বজায় রেখে লাইনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে করতে হচ্ছে কেনা কাটা। তবে দেশের সিনিয়র সিটিজেনদের অগ্রাধিকার ভিত্তিতে আগে কেনাকাটা করতে দিচ্ছে শপিংমল গুলোতে। গতকাল সুংগাই বুলু শপিংমল গুলোতে এই নিয়ম চালু করছে। গেইটে আছে নিরাপত্তা বেষ্টনী। কিট দিয়ে চেক করা হচ্ছে কোভিড -১৯।ফ্রী দিচ্ছে হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ড গ্লোবস ।
নিত্যপ্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে শপিংমলের ডিসিপ্লেন মেনে করতে হবে। ১০ জন কাস্টমার কেনাকাটা শেষে বেড় হলেই অন্য গেইট দিয়ে ১০ জন কাস্টমারের অনুমতি মিলছে ভিতরে ডুকার। বিশেষ করে দৈনন্দিন খাবার কিনতে প্রবাসী বাংলাদেশিদের কেনাকাটা করতে হচ্ছে সাবধানতা অবলম্বন করে। জরুরি অবস্থায় রাস্তায় পেলেই আইন শৃঙ্খলা বাহিনী প্রশ্নবিহীন লাঠিচার্জ।