এম এ আবির, মালয়েশিয়া প্রতিনিধিঃ
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে মালয়েশিয়ান নাগরিকরা চাকুরী হারিয়েছে প্রায় ৬৫ হাজারের মত। চাকুরীচ্যুত নাগরিকদের দেখা দিয়েছে আর্থিক সংকট।এবং এই বেকারত্ব ও আর্থিক সংকট থেকে বাড়তে পারে বিভিন্ন অপরাধ। এই সংকট থেকে উওরণের জন্য মালয়েশিয়া সরকার ঘোষণা করেছে প্রণোদনা। চাকরিচ্যুত শ্রমিকদের নিয়োগ , প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ পরবর্তী সহায়তা প্রোগ্রাম চালু করে কর্মসংস্থান সন্ধানের সহায়তা করার পদক্ষেপ নিয়েছে সরকার।
মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান জানিয়েছেন, এ বছরের গোড়ার দিকে মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরের মোট ৬৪,৪৯৫ জন কর্মী চাকরি হারিয়েছেন। সামাজিক সুরক্ষা সংস্থার (Socso) এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স সিস্টেমের ( SIP ) অফিস থেকে প্রকাশিত পরিসংখ্যান ও বিভিন্ন কর্মসংস্থান সংস্থা রেকর্ড জানিয়েছে যে ৫৫,০০০ এর চেয়ে বেশি বেকারত্বের সংখ্যা ।সারাভানন আরও বলেন মালয়েশিয়ার সরকার ১৫ জুন থেকে পেনজানা কারজায়ার নিয়োগ প্রশিক্ষণ সহায়তা কার্যক্রম চালু করে চাকরিচ্যুত শ্রমিকদের কর্মসংস্থান সহায়তা করার পদক্ষেপ নিয়েছে।
গত ২৩ শে জুলাই পযন্ত এই প্রোগ্রামের আওতায় মোট ১৬,১৯৮ জন নিয়োগকর্তা এই প্রণোদনা অনুযায়ী নিবন্ধন করেছেন এবং এই সংখ্যার মধ্যে ২,২৪০ জন নিয়োগকর্তা ৬,৯২৮ জন কর্মচারী নিযুক্ত করেছেন।
আমরা ঘোষণা দিয়েছিলাম যে বছরের শেষ অবধি সমস্ত সেক্টরে বিদেশী কর্মীদের নতুন করে নিয়োগ দেয়া হবে না। কারণ স্থানীয়দের শূন্যপদ পূরণে অগ্রাধিকার দেওয়া এবং করোনা পরবর্তী বেকারত্বের হার কমিয়ে আনতে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। তা এখন আস্তে আস্তে বাস্তবায়ন করছি।
এদিকে, গত মে মাসে এক পরিসংখ্যানে মালয়েশিয়ার বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছিল ৫.৩%, যা পরিসংখ্যান বিভাগের মতে, ১৯৮৯ সালের পর এটি সর্বোচ্চ বেকারত্বের হার। যা ১৯৮৯ সালে ৫.৭% বেকারত্বের হার ছিল।