এম এ আবির , মালয়েশিয়া থেকে:
মালয়েশিয়া যত দিন যাচ্ছে তথ বিপদ সীমা অতিক্রম করছে কোভিড -১৯।তবে সুস্থ হয়ে উঠছেন উল্লেখযোগ্য হারে।কমছে মৃত্যুর সংখ্যা ও। আশার আলো দেখাচ্ছে মালয়েশিয়া স্বাস্থ্য বিভাগ। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা।
ভাইরাসের সংক্রামন রোধে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ ই এপ্রিল স্থানীয় সময় বিকেল চারটায় জাতির উদ্দেশ্য ভাষনে তৃতীয়বারের মত ১৪ দিন লকডাউনের মেয়াদ বাড়িয়ে চলতি মাসের ২৮ শে এপ্রিল পযন্ত মুভমেন্ট কন্টোল অডার ( MCO) ঘোষণা করেন প্রধানমন্ত্রী তান সেরী মহিউদ্দিন ইয়াছিন। উল্লেখ গত মার্চের ১৮ তাং থেকে শুরু হয় মালয়েশিয়া লকডাউন।
কোভিড -১৯ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ২য় মেয়াদে ১৪ই এপ্রিল পযন্ত ঘোষণা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ৩য় দফায় মেয়ার বৃদ্ধি করার জন্য প্রধানমন্ত্রী বরাবর সুপারিশ পেস করে। দেশ ও জনগণের নিরাপত্তা ও সবদিক বিবেচনা করে ৩য় মেয়াদে আগামী ২৮ শে এপ্রিল পযন্ত মুভমেন্ট কন্টোল অডার ( MCO) ঘোষণা করে।
আজ মালয়েশিয়া কোভিড -১৯ মৃত্যুর সংখ্যা ৩ জন,মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭০ জন, আজকে নতুন করে আক্রান্ত রোগী ১১৮ জন, সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪৩৪৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮৩০ জন। চিকিৎসাধীন অবস্থায় আছে ২৪৪৬ জন,সিরিয়াস কন্ডিশনে আছে ৬৯ জন।
নিউজটি শেয়ার করুন :